মুকুল গড়ে ভাঙ্গন : রাজা সরকারের হাত ধরে একাধিক বিজেপি কর্মী তৃণমূলে !
সাতদিনের সমাচার : খোদ মুকুল রায়ের গড়ে বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায় অনুগামী শতাধিক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে ! যার নেপথ্য কারিগর বীজপুরের এর দাপুটে তৃণমূল যুবনেতা রাজা সরকার ! যার ম্যাজিকেই টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি খোকন তালুকদার এর হাত ধরে কাঁচরাপাড়ার ঘটক রোডে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী। এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজা সরকার বলেন, আসলে মানুষ আর বিজেপির উপরে কোনও আস্থা রাখতে পারছে না, ভরসা করতে পারছে না, আগামী দিনের কথা ভেবে তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে চলে আসতে চাইছে। তবে এ নিয়ে বিধায়ক শুভ্রাংশু রায় কোনও প্রতিক্রিয়া দিতে চাননি l যদিও বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন সময় এবং মানুষ কথা বলবে l
No comments