ব্রেকিং নিউজ

পুজো এবং যজ্ঞের মাধ্যমে এন আর সি ' র অভিনব প্রতিবাদ কামারহাটিতে

সাতদিনের সমাচার :  এনআরসি এবং সিএ বিলের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ নিয়ে হাজির কামারহাটি ! কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং কামারহাটি পৌরসভার পৌরপারিষদ বিমল সাহার উদ্যোগে বেলঘড়িয়া দেশপ্রিয়নগরে দক্ষিণাকালী এবং শনিদেবের পুজো এবং যজ্ঞ করে  বেলঘড়িয়া দেশপ্রিয়নগর নীলগঞ্জ রোড টিচার্স কলোনি এলাকার বাসিন্দারা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দেবতার সামনে  প্রার্থনা জানালেন l বিমলবাবু  জানান, এই বিলের মধ্যে দিয়ে গোটা দেশে অস্থিরতার সৃষ্টি করা হচ্ছে, যেখানে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, বেকারত্ব বাড়ছে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সংস্থা বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে, জিনিসপত্রের দাম বাড়ছে এ সব দিক থেকে মানুষের মুখ ঘুরিয়ে রাখবার জন্য এনআরসি  চলছে, এ নিয়ে আমাদের নেত্রী একদিকে পথে নেমে মিছিল করে প্রতিবাদ জানাচ্ছেন, আমরাও সকলের কাছে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবার জন্য আবেদন করছি, ভগবানের কাছে আমাদের প্রার্থনা দেশ এবং রাজ্যে যেন শান্তি ফিরে আসে l

No comments