জমজমাট ফুটবল প্রতিযোগিতা হালিশহরে
সাতদিনের সমাচার : হালিশহর বাগমোড় নেতাজি সংঘ ক্লাবের উদ্যোগে শুরু হল সাতদিন ব্যাপী নক-আউট ফুটবল প্রতিযোগিতা l নেতাজিসংঘের ময়দানে এই প্রতিযোগিতাকে ঘিরে উন্মাদনার পারদ চরমে l সোমবার বিকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হালিশহর পুরসভার পুরপ্রধান অংশুমান রায় l উপস্থিত ছিলেন কাঁচারাপাড়া পুরসভার পুরপ্রধান সুদামা রায়,উপপুরপ্রধান মাখন সিনহা ,কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস ও প্রণব লৌহ l ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন ডি.এস.পি নরেন চৌধুরী, ক্লাব সভাপতি দীপন দত্ত l জানা গেছে ,এই প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করেছে, এদিন প্রতিযোগিতার প্রথম খেলায় মুখোমুখি হয় হালিশহর স্পোর্টিং ক্লাব বনাম আমরা সবাই একাডেমিr খেলায় নির্ধারিত সময় দুই-দুই গোলের ফলাফলে ম্যাচ শেষ হয় l এরপর খেলা পরিচালক রেফারি দুই দলকে পেনাল্টি শুট আউট এর অনুরোধ জানান l পেনাল্টি শুট-আউটে পাঁচ-চার ফলাফলে হালিশহর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে আমরা সবাই একাডেমি l সভাপতি দীপন দত্ত বলেন,'এই এলাকার জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা আমরা গত তিরিশ বছর ধরে আয়োজন করে আসছি, তাছাড়াও খেলাধুলোর মান বাড়াতে ইতিমধ্যে আমাদের ক্লাব রাজ্য সরকারে তরফে পাঁচ লক্ষ টাকা পেয়েছে l'ফাইনাল খেলায় উপস্থিত দর্শকদের জন্য বিশেষ চমক থাকবে বলেও জানালেন দীপনবাবু l
No comments