এ এক অন্য বড়দিন
এস দাশগুপ্ত : দুঃস্থদের নিয়ে সাড়ম্বরে আজ যারা বড়দিন পালন করেছেন কাঁচরাপাড়া ৩নম্বর ওয়ার্ড তৃণমূল সভাপতি অভিজিৎ রায় তাদের মধ্যে অন্যতম l মূলত দলনেত্রী মমতা ব্যানার্জীর মানবসেবার আদর্শে অনুপ্রাণিত হয়েই এই বিশেষ দিনটাকে মানবসেবার জন্য বেছে নিয়েছেন অভিজিৎবাবু এবং তার অনুগামীরা , উদ্দেশ্য দিনটাকে যাতে আরও বড়ভাবে পালন করা যায় এমনটাই বলতে চাইলেন অভিজিৎবাবু l এদিন কাঁচরাপাড়া শহরের বিভিন্ন প্রান্তে দুঃস্থ শিশুদের মধ্যে কেক এবং ফল বিতরণ করেছেন অভিজিৎবাবুরা, তাকে সহযোগিতা করতে হাজির ছিলেন ওয়ার্ডের সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মী সমর্থকেরা l
No comments