বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়ে ফের নজর কাড়ল 'ফ্রেন্ডস ফরএভার অফ হার্নেট
মহুয়া বিশ্বাস : গতকাল রাতে কল্যাণী হাইওয়েতে কাঁচরাপাড়া চাঁদুয়ার কাছে দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী তথা রেলকর্মী বিশ্বনাথ মোদকের অবস্থা এখন স্থিতিশীল l আপাতত তিনি কলকাতার নামি বেসরকারি নিউরো হাসপাতালে চিকিৎসাধীন l যদিও আগামীকাল তাকে বি আর সিং হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলে 'ফ্রেন্ডস ফরএভার' গ্রুপ সূত্রে জানা গেছে l প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক আরোহী বিশ্বনাথ মোদক, তার স্ত্রী পাপিয়া মোদক এবং তাদের কন্যা সন্তান বিদিশা মোদক l দ্রত গতিতে ছুটে আসা মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বনাথবাবুর সদ্য কেনা বুলেটে সজোরে ধাক্কা মারে l স্থানীয় কয়েকজন এবং বিজপুর থানার টহলদারি পুলিশ সংঘর্ষে আহতদের উদ্ধার করে কল্যাণী জহরলাল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে l পাপিয়া দেবী এবং তাদের কন্যাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হলেও বিশ্বনাথবাবুর অবস্থা ছিল আশংকাজনক l জানা গেছে, কাঁচরাপাড়া হার্নেট হাইস্কুল প্রাক্তনীদের জনপ্রিয় হোয়াটস্যাপ গ্রুপ 'ফ্রেন্ডস ফরএভার' এর সক্রিয় সদস্য বিশ্বনাথ মোদকের এই পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়েন অভিজিৎ পাল, সোমনাথ মন্ডল, জয়দীপ রায়চৌধুরী, সিন্টু ব্যানার্জী, কুন্তল অধিকারী, তন্ময় কুন্ডু, প্রসেনজিৎ হাজরা, রাজীব প্রধান'দের মতো গ্রুপ সদস্য তথা স্কুলের বাল্যবন্ধুরা l মূলত তাদের উদ্যোগে এবং প্রবাসী গ্রুপ সদস্য বিজ্ঞানী শান্তনু রায় এবং বিশিষ্ট শল্য চিকিৎসক অনুপম ব্যানার্জীর চেষ্টায় কল্যাণী জেএনএম হাসপাতাল থেকে বিশ্বনাথবাবুকে গভীর রাতে কলকাতার একটি নামী নিউরো হাসপাতালে ভর্তি করা হয় l সারা রাত যমে মানুষে টানাটানির পর অবশেষে আজ বিকেলে বিশ্বনাথবাবু চিকিৎসায় সাড়া দিয়েছেন বলে জানান বিসিসিআই তথা গ্রুপ সদস্য অভিজিৎ হাজরা l উল্লেখ করা যেতে পারে, প্রযুক্তির দুনিয়ায় বাস করেও 'ফ্রেন্ডস ফরএভার' এর সদস্যরা দেখিয়ে দিলেন ভার্চুয়াল জগৎ ছেড়ে বাস্তবের মাটিতে নেমে কিভাবে বিপদে বন্ধু তথা মানুষের সেবা করতে হয় l বিশ্বনাথ মোদকের জন্য ঈশ্বরের কাছে গতকাল রাত জেগে প্রার্থনা করা ফ্রেন্ডস ফরএভার'এর প্রায় প্রত্যেকটি সদস্যকে কুর্নিশ জানিয়েছেন বিশ্বনাথ মোদকের পরিবার l
No comments