নৈহাটিতে বড়দিন পালন
সাতদিনের সমাচার : আজ উত্তর চব্বিশ পরগনা জেলা ছাত্র পরিষদের উদ্যোগে নৈহাটী স্টেশন চত্বরের বাসিন্দা অসহায় মানুষদের নিয়ে পালিত হল অন্য এক 'বড়দিন' -এর উৎসব l
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পরেশ সরকার, পরীক্ষিত নাগ ( সভাপতি, জেলা ছাত্র পরিষদ ), স্বপন বিশ্বাস ( সভাপতি, নৈহাটী শহর কংগ্রেস ) পার্থ চন্দ্র, ( সভাপতি, নৈহাটী ব্লক কংগ্রেস ) অঙ্কুর আচার্য্য ( সাধারণ সম্পাদক, জেলা ছাত্র পরিষদ ), কৌশিক দে,তাপস সিনহা প্রমুখ l
No comments