ব্রেকিং নিউজ

ছন্দে ছন্দে : সাফল্যের ২০ বছর উন্মাদনা নিয়ে বর্ষপূর্তি উৎসব সাড়ম্বরে শেষ হল

এস দাশগুপ্ত  : হালিশহর 'ছন্দে ছন্দে' আজ রীতিমতো সাবালক l পাহাড়চূড়া সমান বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে সে ২০ বছরে পা দিয়েছে, স্বভাবতেই এর উন্মাদনা যে চরমে থাকবে, এ নিয়ে কোনও সন্দেহই ছিল না, এই উপলক্ষে দু'দিন ধরে ২০ বর্ষপূর্তি উৎসব সাড়ম্বরে পালিত হল । প্রথম দিন ২২ ডিসেম্বর, রবিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হালিশহরের টাউন এলাকা প্রদক্ষিণ করে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রসঙ্গত, উৎসবের শেষ দিন বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম উষাডিহি থেকে আসা আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় 'নৃত্যনাট্য চণ্ডালিকা' l কোরিওগ্রাফার তথা ছন্দে ছন্দে'র কর্ণধার সুমিতা ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন পিছিয়ে পড়া জেলাগুলিতে গিয়ে সেখানকার প্রান্তিক মানুষগুলোকে নৃত্যশিল্পের প্রতি আগ্রহী করে তুলছেন, তার অনুপ্রেরণা এবং পরিচর্যায় তৈরী  অনেক শিল্পী আজ প্রতিষ্ঠিত l

No comments