কাউকে রাজ্য ছাড়তে হবে না: নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী
সোনালী ব্যানার্জী : কেন্দ্র সরকার যতই লাফালাফি এ রাজ্য ছেড়ে কাউকে যেতে হবে না বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নৈহাটি রেলময়দানে আজ বিকেলে নবম নৈহাটি উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আমজনতার উদ্দেশ্যে বলেন, 'রাজ্য সরকার সমস্ত উদ্বাস্তু কলোনিকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে, আপনারা নিশ্চিন্ত থাকুন ভয়ের কোন কারণ নেই।' কেন্দ্রের স্বৈরাচারী পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড আর কত কার্ড লাগবে একজন ভারতের একজন নাগরিকের ? ১৮ বছর বয়সে ছাত্র-ছাত্রীদের যদি ভোটাধিকার থাকে তাহলে তাদের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন করতে বাধা দেওয়া হচ্ছে কেন? কেনই বা তাদের ওপর নির্মম অত্যাচার করা হচ্ছে?' দর্শকের হাততালির মধ্যে থেকে উৎসব মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের সহায়তা প্রদান সহ বিভিন্ন বিষয়ে পারদর্শিতার জন্য বেশ কয়েকজনকে সংবর্ধিত করেন। উপস্থিত ছিলেন বিধায়ক পার্থ ভৌমিক ,খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী, নির্মল ঘোষ, সহ একাধিক নেতা মন্ত্রী ।
এদিকে নবম বর্ষের নৈহাটী উৎসব চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত । উৎসবের বিভিন্ন দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির থাকছেন স্বনামধন্য ব্যক্তিত্বরা l সব মিলিয়ে এবারও উৎসব জমজমাট ।
No comments