ব্রেকিং নিউজ

পার্টি অফিস দখলকে ঘিরে উত্তেজনা : অভিযোগ পাল্টা অভিযোগ জগদ্দলে

সাতদিনের সমাচার : পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উত্তেজনা জগদ্দলে! ঘটেছে বৃহস্পতিবার বিকেলে জগদ্দলের অ্যাংলোইন্ডিয়া জুটমিলের কাছে!জানা গিয়েছে, এদিন ওই মিলের বিপরীতে থাকা বিজেপি কার্যালয় টি দখল হয়ে যাচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ভাটপাড়ার বিধায়ক পবন সিং!অভিযোগ,বিধায়ককে লক্ষ্য করে দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা!বোমাগুলি না ফাটায় অল্পের জন্য রক্ষা পান বিধায়ক l বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে গোটা এলাকায় l উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ l বিধায়ক জানিয়েছেন,'খবর পেয়ে গিয়ে দেখতে পাই একজন ব্যক্তি রঙ করছে, তাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি কিছু জানি না!এর কিছুক্ষণ পরেই তাঁকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা  l যদিও বোমা দুটি ফাটেনি!এরপরেই বিষয়টি পুলিশকে জানানো হয়, ঘটনাস্থলে এসে পুলিশ বোমাগুলি উদ্ধার করে l' বিধায়কের আরও অভিযোগ,পুলিশকেও  লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা!এবিষয় পানিহাটির তৃণমূলের  বিধায়ক নির্মল ঘোষ বলেন,'অন্য দলের পার্টি অফিস দখল করা আমাদের দলে নিষেধ, আমাদের নীতির বিরুদ্ধে!'তিনি বলেন, '২৩মে নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর আমাদের পার্টি অফিস বিজেপি দখল করে নেয়, সেই কারণে আমাদের দলের কর্মীরা ওখানে গিয়েছিল আমরা প্রশাসনকে বলেছি পার্টি অফিস যারা দখল করেছে,সেই দখলদারি কে সরিয়ে দলের কাছে ফেরিয়ে দেবে, এফআইআর ও করা আছে l জগদ্দলে বোমাবাজির ঘটনার প্রসঙ্গে বিধায়ক নির্মল ঘোষ বলেন, 'বোমাবাজির ঘটনা বিজেপির তৈরি ঘটনা!' বোমাবাজির সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়েছেন নির্মল ঘোষ l

No comments