ভিজিলেন্স অফিসার সেজে দেড় লক্ষ টাকা প্রতারণা : ধৃত বিএসএফ জোয়ান !
সাতদিনের সমাচার : ভিজিলেন্স অফিসার সেজে দেড় লক্ষ টাকা প্রতারণা, এবং সেই অভিযোগে গ্রেপ্তার বিএসএফের ১২ নম্বর ব্যাটালিয়নের জোয়ান বাপি দত্ত। অভিযুক্তর বাড়ি গোবরডাঙ্গা থানা খাটুরা রঘুনাথপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাবরা কামারথুবা নবপল্লী এলাকার বাসিন্দা নারায়ণ সাহা হাবরা অটো ম্যাক্স গাড়ি ইউনিয়নের কর্তা। দিন দশেক আগে বাপি দত্ত নিজেকে 'ভিজিলেন্স অফিসার' বলে দাবি করে নারায়ণ সাহা'র কাছে গাড়ির আসল কাগজপত্র দেখতে চায় নতুবা গাড়িগুলিকে সিজ করা হবে বলেও হুমকি দেয় । ভয় পেয়ে নারায়ণবাবু দেড় লক্ষ টাকার বিনিময়ে রফা করে ।
সেই সঙ্গে গাড়ির কাগজপত্র ঠিক করতে বরাত দেয়। অভিযুক্ত বাপি আরও ১ লক্ষ টাকার বিনিময়ে কাগজ ঠিক হয়ে যাবে বলেও জানায়। এরপরই সন্দেহ হওয়ায়, তিনি পুলিশে জানান, পুলিশই টোপ ফেলে বাপি'বাবুকে হাবরা'তে ১ লক্ষ টাকা অগ্রিম দেবার নাম করে ডেকে পাঠায় এবং হাতেনাতে গ্রেপ্তার করে।
গত ২৮ ডিসেম্বর হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ।
হাবরা থানার পুলিশ ধৃতকে বারাসাত আদালতে পেশ করলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সোমবার বিএসএফের ১২নম্বর ব্যাটালিয়নের অফিসাররা এসে অভিযুক্তকে তাদের জিম্মায় নেয়ার জন্য বারাসাত আদালতে আবেদন করেন বলে শেষ পাওয়া খবরে জানা গেছে ।
No comments