গুমা'র প্রত্যন্ত গ্রামে রক্তদান মরণোত্তর দেহদান শিবির
সাতদিনের সমাচার : রক্তদান এবং স্বাস্থ্যপরীক্ষা শিবিরের পাশাপাশি মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়ে শহরকেন্দ্রিক আধুনিক মানুষজন'কে চমকে দিলেন উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার গুমা পঞ্চায়েতের দাঁতাড়ী গ্রামের কৃষিজীবী মানুষজন। গ্রামের স্থানীয় সংগঠন নেতাজী ক্লাবের উদ্যোগে গ্রামবাসীরা এই প্রথম আয়োজন করল মরণোত্তর দেহদান কর্মসূচি এবং স্বেচ্ছায় রক্তদান শিবির, পাশাপাশি ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প এবং চক্ষু পরীক্ষা শিবিরও। দেহদান অঙ্গীকার নিয়ে প্রথম দিকে একটু অসুবিধা হলেও শেষ পর্যন্ত ক্লাবের ছেলেদের অক্লান্ত পরিশ্রমে দেহদান অঙ্গীকারের পাশাপাশি ৬৮ জন মানুষ এদিন রক্তদান করেন। যারা রক্ত দিয়েছেন তাদের সিংহভাগই মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আশ্চর্যের বিষয়, গ্রামের বেশকিছু মানুষ মরণোত্তর দেহদান ও চক্ষুদান কর্মসূচিতে অঙ্গীকার পত্রে সই করেছেন, যা এককথায় প্রশংসার যোগ্য । প্রসঙ্গত, ৯১ জন মানুষ বিনাব্যয়ে চক্ষু পরীক্ষাও করিয়েছেন এদিন l
No comments