ব্রেকিং নিউজ

পুলিশি জুলুমবাজি : নাজেহাল অটো চালকেরা

সাতদিনের সমাচার : পুলিশি জুলুমবাজির অভিযোগ নিয়ে নাজেহাল শ্যামনগর-ব্যারাকপুর রুটের অটো চালকেরা। এরই প্রতিবাদে আজ এই রুটের সমস্ত অটো বন্ধ করে বিক্ষোভ দেখায় অটো চালকেরা। জানা গেছে, এই রুটে প্রায় ৩৫০টি অটো চলে। অটোচালকদের অভিযোগ, 'পুলিশ এসে আমাদের যখন তখন ফাইন করছে, কথা না শুনলে মারধরও করা হচ্ছে, শুধু তাই নয়, আমাদের কাছ থেকে তোলাও তোলা হচ্ছে ! আমাদের দাবি, অবিলম্বে পুলিশি অত্যাচার বন্ধ করতে হবে, যতদিন না পর্যন্ত এই পুলিশি জুলুমবাজি বন্ধ হচ্ছে, আমরা অনির্দিষ্ট কালের জন্য এই রুটের অটো বন্ধ রাখব।' তবে হঠাৎ করে এই রুটে অটো বন্ধ থাকায় বিপাকে পড়ছেন,অসংখ্য নিত্যযাত্রী।

No comments