ব্রেকিং নিউজ

পুলিশের ফুটবল প্রতিযোগিতা বারাকপুরে

সাতদিনের সমাচার : শুরু হয়েছে দশ দিন ব্যাপী অল ইন্ডিয়া পুলিশ ফুটবল প্রতিযোগিতা!কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে রবিবার  বারাকপুর লাটবাগান মঙ্গলপান্ডে উদ্যানে ৬৮ তম অল ইন্ডিয়া পুলিশ ফুটবল প্ৰতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু l এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র কুমার তথা রাজ্য ও কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা l বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্যে দিয়ে শুরু হয় প্রতিযোগিতা l জানা গেছে, সারা ভারত থেকে পুলিশের ৩৪টি পুলিশ ফুটবল টিম অংশগ্রহণ করেছে l প্রতিযোগিতা চলবে আগামী ১৭তারিখ পর্যন্ত l মন্ত্রী সুজিত বসু বলেন,'অল ইন্ডিয়া বি.এন.মল্লিক ফুটবল প্রতিযোগিতা, এটা অনেক বড় প্রতিযোগিতা,কলকাতা এবং রাজ্য পুলিশ অনেক বড় দায়িত্ব নিয়েছে l এই প্রতিযোগিতায় দেশের প্রায় ৩৪টি পুলিশ ফোর্সের দল অংশ নিয়েছে l' পুলিশের প্রশংসা করে মন্ত্রী বলেন, পুলিশ ভালো কাজ করছে, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইলো l

No comments