তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি ভাটপাড়ায়
সাতদিনের সমাচার : তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি নিয়ে তুলকালাম ভাটপাড়ায় l বৃহস্পতিবার মধ্য রাতে বোমাবাজি হয়েছে কাঁকিনাড়া রথতলা খুবলাল সাউ বাজার এলাকায় l জানা গেছে, গভীর রাতে ভাটপাড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলি দত্তর বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা l বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা, বাড়ির গ্রিলের গেট ভেঙে যায়,বিস্ফোরণের তীব্রতায় ছাদ ও দেওয়ালে ফাটল ধরে ! হতাহত না হলেও বাড়ির বিশেষ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ l অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় l এ নিয়ে ভাটপাড়া তৃণমূলের শহর সভাপতি বলেন,এই পর্যন্ত তৃণমূলের প্রায় ১০ /১২ জন কর্মী সমর্থকের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে! যেহেতু শুক্রবার ভাটপাড়া পুরসভায় অনাস্থা আনার কথা ছিল, তাই বিজেপির লোকজনই বোমাবাজি করছে!এদিকে তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব l
No comments