বকেয়ার দাবিতে অবস্থান, বিক্ষোভ ভাটপাড়ায়
সাতদিনের সমাচার : বকেয়া গ্র্যাচুটি ,পেনশনের দাবিতে পুরসভার গেট তালা ঝুলিয়ে অবস্থান এবং বিক্ষোভ দেখালেন ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা l বৃহস্পতিবার থেকে পুরসভার গেটে তালা ঝুলিয়ে তারা আন্দোলনে নামেন এবং তার জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় পুরসভার অন্যান্য বিভাগের কাজকর্ম l আন্দোলনকারীদের দাবি, দুই মাস ধরে পেনশন মিলছে না!অবসরপ্রাপ্ত কর্মীদের পাঁচ বছর ধরে বকেয়া গ্র্যাচুইটি আজও মেলেনি l পুরপ্রধান তথা ইও সাহেব কে বারবার জানিও কোনও লাভ হয়নি, অবসরপ্রাপ্ত এক কর্মী বলেন, আমাদের এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে, অক্টোবর এবং নভেম্বর মাসের পেনশন মেলে নি, পেনশন না পেলে আমরা খাবো কি ? অনেকে চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না, একটা কঠিন আর্থিক সংকটের মধ্যে পেনশন প্রাপকরা আছেন l' তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন তাঁদের পেনশন মিলছে না, ততো দিন তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন l এবিষয়ে পুরপ্রধান সৌরভ সিং সমাচার সাতদিন'কে জানিয়েছেন, রাজ্য সরকারকে বহু বার জানিয়েও টাকা মিলছে না! সরকারের কাছে পুরসভার কয়েক কোটি টাকা পাওনা আছে! উল্লেখ করা যেতে পারে, বেশ কিছুদিন আগে পেনশনের দাবিতে ভাটপাড়া পুরসভার পুরপ্রধানের ঘরের সামনে ধর্নায় বসেছিলেন,এই পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা l
No comments