সিভিল ডিফেন্স : ফের প্রাণ পেল কাঁচরাপাড়া ওয়ার্কশপে
সাতদিনের সমাচার : ৫৭ তম বার্ষিক সিভিল ডিফেন্স সপ্তাহ সাড়ম্বরে অনুষ্ঠিত হল ৬ ডিসেম্বর পূর্ব রেলওয়ের কাঁচারাপাড়া ওয়ার্কশপে l এই উপলক্ষে গত মাস খানেক ধরেই লাগাতার চলছিল প্রস্তুতি পর্ব, যার চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হল শুক্রবার কাঁচরাপাড়ার বেল ইনস্টিটিউট প্রাঙ্গনে l হাজির ছিলেন পূর্বরেলের অ্যাডিশনাল জেনেরাল ম্যানেজার এস কে গ্যালট,বিপিন কুমার, এস কে শ্রীবাস্তব, এডি আর এম বিনীত গুপ্ত, সিনিয়র ডিসিএম হেমন্ত বসাক, চিফ ওয়ার্কস ম্যানেজার সুরেন্দ্র কুমার, সহ অন্যান্য বিভাগীয় প্রধান ও আধিকারিকরা l অথিতিদের সামনে নিজেদের বিভিন্ন শৈলীর মাধ্যমে নানান সেবামূলক কর্মদক্ষতার পরিচয় দেন সিভিল ডিফেন্স কর্মীরা, উচ্চতর বিল্ডিংয়ে আটকে থাকা মানুষদের কিভাবে উদ্ধার করা হয়,
অগ্নিকাণ্ডের মধ্যে দিয়ে পীড়িত মানুষদের বাঁচিয়ে আহত মানুষদের প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছানো এমন অনেক কসরত অতিথি এবং দর্শকদের সামনে তুলে ধরেন সিভিল ডিফেন্সের দক্ষ কুশলীরা l অনুষ্ঠান শেষে প্রধান অথিতি গ্যালট সাহেব কর্তৃক সম্মানিত হন কাঁচারাপাড়া ওয়ার্কশপের সিভিল ডিফেন্সের যোদ্ধা সুধাংশু মুখার্জী l গোটা অনুষ্ঠান সুচারু রূপে সঞ্চালনা করেন প্রাক্তন স্কাউটকর্তা শ্যামল কুমার কারক l উল্লেখ করা যেতে পারে, কাঁচরাপাড়ায় সিভিল ডিফেন্সের শাখাটি বেশ পুরানো হলেও দক্ষ প্রশাসক এবং প্রশিক্ষকের অভাবে ভগ্নপ্রায় হয়ে পড়েছিল, এনিয়ে সম্প্রতি বিস্তর জলঘোলা হলে অবশেষে পূর্ব রেলের মহা নির্দেশকের নির্দেশে সিভিল ডিফেন্সের এই শাখা নতুন করে প্রাণ পায় ডেপুটি চিফ সিভিল ডিফেন্স অফিসার তথা ডেপুটি চিফ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার(জেনারেল) শ্রী গোপীনাথ হালদারের বিশেষ উদ্যোগে এবং ওয়ার্কশপ তথা সিভিল ডিফেন্সের সক্রিয় কর্মী সুধাংশু মুখার্জ্জী ও সন্দীপ সরকারের হাত ধরেই l এনিয়ে ওয়ার্কশপ কর্মীরাও সুধাংশুবাবুদের প্রশংসায় পঞ্চমুখ, কেননা এ যাত্রায় ওনাদের দৌলতেই ওয়ার্কশপের মান রক্ষা হল কিনা l
No comments