ভাটপাড়া পুরসভা : ২ জানুয়ারী অনাস্থা ভোটের দাবিতে অনড় তৃণমূল
সাতদিনের সমাচার : ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। চলতি মাসের ৬ ডিসেম্বর, ভাটপাড়া পুরসভার মোট ১৮জন তৃণমূল কাউন্সিলর পুরপ্রধান সৌরভ সিং-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। বর্তমানে পুরসভায় বিজেপি কাউন্সিলরদের সংখ্যা কম হওয়া এবং নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে আগামী ২ জানুয়ারীতে যাতে অনাস্থা ভোট হয়, তার জন্য আজ তিনজন কাউন্সিলর মিলে এফও-র কাছে চিঠি জমা দেন। এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর মাশুদ আলম বলেন, আমরা আইনের পথেই এগোচ্ছি। ৬ ডিসেম্বর অনাস্থা প্রস্তাব আসার পর চেয়ারম্যানের ১৫ এবং ভাইসচেয়ারম্যানের ৭দিন ভ্যালিডিটি থাকে, কিন্তু সে সময় পেরিয়ে গেছে তাই আজ আমরা আবারও একটি চিঠি তিনজন কাউন্সিলর মিলে জমা দিলাম, যাতে আগামী ২ জানুয়ারী অনাস্থা ভোট করানো হয় l তবে এনিয়ে বিন্দুমাত্র বিচলিত নন পুরপ্রধান সৌরভ সিংহ l
No comments