ভাটপাড়া পুরসভা : অক্সিজেন পেল অর্জুন শিবির
সাতদিনের সমাচার : ভাটপাড়া পুরসভার দখল নিয়ে অবশেষে মুখ পুড়ল তৃণমূলের l বেলা শেষে আদালত খারিজ করে দিল দিনভর চলা অনাস্থা ভোটাভুটির নাটক ! অর্থাৎ ভাটপাড়া পুরসভার প্রধানের বিরুদ্ধে ৩০ ডিসেম্বর তৃণমূলের তিন কাউন্সিলরদের আনা অনাস্থা প্রস্তাবের নোটিশ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম সিনা, যার ফলে বৃহস্পতিবার পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়ার আর কোনও গুরুত্ব রইল না ! আর এখানেই আইনত জিতে গেলেন সাংসদ অর্জুন সিং l প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভার দখল নিয়ে নতুন পুরবোর্ড তৈরির প্রক্রিয়া শুরু করেছিল তৃণমূল । এদিকে ভাটপাড়া পৌরসভার মোট আসন সংখ্যা ৩৫টি। তার মধ্যে বামফ্রন্টের। আরএকটি আসন অর্জুন সিং সাংসদ হওয়ার পর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর কাউন্সিলর পদ থেকেও পদত্যাগ করেন। ফলে এই মুহূর্তে আসন সংখ্যা ৩৩টি। আর এই ৩৩টি আসনের মধ্যে আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ জন তৃণমূল কাউন্সিলর, চেয়ারম্যান সৌরভ সিং-এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন । যদিও এই ভোটে বিজেপি কাউন্সিলররা অংশগ্রহণ নেয়নি । বিজেপির দাবি ছিল , চেয়ারম্যান সৌরভ সিং ২০ ডিসেম্বর কাউন্সিলরদের নিয়ে একটি মিটিং ডেকেছিলেন । কিন্তু তা অসফল করে তৃণমূল আজ অনৈতিকভাবে এই বোর্ড দখল করল, এর বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব। এরপর বিকেলের দিকে বিজেপির আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য প্রশ্ন তোলেন, চেয়ারম্যানের নোটিশকে চ্যালেঞ্জ না করে কিভাবে তিন তৃণমূল কাউন্সিলর নতুন করে মিটিং ডাকেন? তাছাড়া এখানে কাউন্সিলরদের বদলে সরকার কেন মামলা লড়েছেন?' সংবাদমাধ্যমকে পরে বিকাশবাবু জানান, লক্ষী ভার্মা বনাম মহারাষ্ট্র সরকারের একটি মামলায় একই ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে গোটা প্রক্রিয়া বাতিল করেছিল আদালত, গণতন্ত্রের নিয়মকে অগ্রাহ্য করে কাজ করা যায় না, সেটা আইন বিরুদ্ধ, মিটিংয়ের জন্য যেহেতু নির্দিষ্ট সময়সীমা দেয়া হয়েছিল, তাই সে সময়ের আগে অনাস্থা আনা অবৈধ!' এ নিয়ে রাজ্যের এডভোকেট জেনারেল তৃণমূলের স্বপক্ষে যুক্তি খাড়া করলেও বিচারপতি সবদিক খতিয়ে দেখে অনাস্থার নোটিশ খারিজ করে দেন l
পুরসভা দখল নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবী করেছিলেন, 'যারা বিজেপিতে গেছিল তারাই আবার তৃণমূলে ফিরে আজ ভাটপাড়ায় বোর্ড গঠন করেছে । এটা আমাদের নৈতিক জয় l' কিন্তু দিন শেষে আদালতের রায়ে অনাস্থা খারিজ হয়ে যাওয়ার পর তৃণমূল নেতৃত্ব কেউই এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি l
No comments