ব্রেকিং নিউজ

নৈহাটির 'দেবকে' বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : কম্পিত বিস্তীর্ণ এলাকা

সাতদিনের সমাচার : নৈহাটী থানার অন্তর্গত দেবক এর মাঠপাড়া গ্রামের বাজি কারখানায় আজ এক ভয়াবহ বিস্ফোরনে কেঁপে ওঠে নৈহাটী এবং হালিশহরের বিস্তীর্ণ অঞ্চল l বেলা ১২۔৩০ নাগাদ তৈরী হওয়া ওই বিস্ফোরণের জেরে দু'জন মহিলা সহ একজন পুরুষ ও একটি শিশুর মৃত্যু হয়েছে । আহত দু'জনকে কল্যাণীর জেএনএম হাসপাতলে নিয়ে যাওয়া হয়। দমকল ও নৈহাটি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে পারলেও এলাকায় ঢুকতে পারেনি, অবশেষে পাশের পুকুর থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে তারা । ঘটনায় আশপাশের বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় l স্থানীয় বাসিন্দাদের দাবি, বাজি কারখানাটি অবৈধ l নৈহাটী পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে l

No comments