ব্রেকিং নিউজ

'সাগর অন্বেষিকা' এন আই ও টি-র হাতে তুলে দিল টিটাগড় ওয়াগন

সাতদিনের সমাচার :  গবেষণামূলক জাহাজ 'সাগর অন্বেষিকা' শুক্রবার কেন্দ্রীয় সরকারের 'এন আই ও টি'র হাতে তুলে দিল টিটাগড় ওয়াগন লিমিটেড। এটি তাদের তৈরী দ্বিতীয় গবেষণামূলক জাহাজ।মূলত সমুদ্র তলের সম্পদ আরোহনের জন্য বিজ্ঞানীরা এই  রিসার্চ ভেসেলের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারবেন। জানা গেছে, টিটাগড় ওয়াগন লিমিটেডের নির্মিত দুটি রিসার্চ ভেসেল তৈরির বরাত পেয়েছিল, যেটি নির্মাণে ব্যয় হয়েছে একশো কোটি টাকা। একটি 'সাগর তারা' যেটি  এন আই ও টি-র হাতে আগেই তুলে দেওয়া হয়েছে এবং দ্বিতীয়টি ছিল 'সাগর অন্বেষিকা' যা এদিন হস্তান্তর করা হল। টিটাগড় ওয়াগন কারখানার অন্যতম প্রধান জগদীশ প্রসাদ চৌধুরী বলেন, আজ খুশির দিন, 'সাগর অন্বেষিকা' সফলভাবে হস্তান্তর করা হল। ভারতীয় নৌবাহিনীর কাছ থেকে দুটি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির কাছ থেকে দুটি, মোট চারটি জাহাজ তৈরির বরাত পেয়েছিলাম, একে একে সবগুলোই হস্তান্তর করা হয়ে গেল, সমুদ্রের নিচে কি কি সম্পদ আছে, তা অনুসন্ধান করার জন্য এই জাহাজ কাজে লাগবে।' এন আই ও টি-র প্রজেক্ট ডিরেক্টর ডি রাজশেখর বলেন,'জলবায়ু পরিবর্তন-সহ একাধিক গবেষণামূলক কাজে এই জাহাজ ব্যবহৃত হবে আশা করছি।'

No comments