ব্রেকিং নিউজ

৬১ তেই থেমে গেলেন তাপস



সাতদিনের সমাচার : বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা তাপস পাল প্রয়াত হলেন। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার,১৮ ফেব্রুয়ারি ভোররাতেই মারা যান তিনি । মাত্র  ৬১ বছর বয়সে অভিনেতার এই অকাল প্রয়ানে শোকস্তদ্ধ গোটা শিল্পীমহল। ১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলি জেলার  চন্দননগরে জন্মেছিলেন তিনি,  ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর l পরে কলেজে পড়াকালীন নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের। মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় প্রথম ছবি 'দাদার কীর্তি'। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক বাংলা হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। উল্লেখযোগ্য ছবি গুলির মধ্যে সাহেব, গুরুদক্ষিণা, অনুরাগের ছোঁয়া, সুরের আকাশে, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবাসা, আগমনী, মঙ্গলদ্বীপ ইত্যাদি । 'সাহেব' ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ১৯৮১ সালে। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন 'অবোধ' নামের একটি হিন্দি ছবিতেও । পরবর্তীতে অভিনয় থেকে সরে এসে রাজনীতিতে প্রবেশ এবং  কৃষ্ণনগর লোকসভা থেকে ভোটে  তৃণমূলের সাংসদ হন তিনি। কিন্তু এক বিতর্কিত রাজনৈতিক মন্তব্য করে রাজ্য তথা দেশ জুড়ে সংবাদ শিরোনামে উঠে আসেন। জড়িয়ে পড়েন চিটফান্ড কাণ্ডেও। দীর্ঘসময় কারাগারে বন্দি থাকার সাথে সাথে কালিমালিপ্ত হয় তাঁর আজীবন সঞ্চয় করা শিল্পীর সুনাম । সম্প্রতি অসুস্থ অবস্থায় কারাগার মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করেছিলেন, সরে গিয়েছিলেন লোকচক্ষুর আড়ালে, সেই আড়াল থেকেই চিরদিনের মতো স্তব্ধ হয়ে গেল দাদার কীর্তি l

No comments