দৌড় থামল দেবুদা'র
রঞ্জন ভট্টাচার্য : চলে গেলেন কাঁচরাপাড়ার বাসিন্দা উত্তর ২৪ পরগনা জেলা তথা রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ এবং প্রশিক্ষক দেবু চ্যাটার্জি l রেখে গেলেন তাঁর হাতে তৈরী অগুনতি দক্ষ খেলোয়াড়, যারা আজ জেলা রাজ্যের গোন্ডি ছাড়িয়ে দেশের খেলার জগতে পা রেখেছে দৃঢ়তার সঙ্গে l ২২ ফেব্রুয়ারী শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়, মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র তেষট্টি বছর l ছোট থেকেই খেলাকে ভালোবেসে খেলার জগতে পা রাখেন, কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে কাল ক্রমে হয়ে ওঠেন দক্ষ দৌড়বিদ l পরবর্তীতে খেলার জগৎ থেকে অবসর নেবার পরেও মাঠ ছাড়েনি খেলপাগল মানুষটি l শুরু করেন জীবনের দ্বিতীয় ইনিংস নতুন প্রতিভা গড়ে তুলতে প্রশিক্ষণের কাজ l আর সেই কাজেই ব্রতী হয়ে একে একে দেবুদা গড়ে তোলেন বহু প্রতিভাদীপ্ত 'স্পোর্টস ম্যান ' l কাঁচরাপাড়া ক্রীড়া প্রশিক্ষণ শিবির নামে ক্রীড়া সংস্থার কর্নধার ছিলেন তিনি l অবসরের আগে পর্যন্ত কাজ করেছেন ভারতীয় রেলের কর্মী হিসেবে কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপে l জানা গেছে, যে হাইন্ডমার্স ময়দান ছিল তাঁর প্রাণের চেয়ে প্রিয়,সেই মাঠেই প্রশক্ষন দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দেবুদা, প্রথমে কাঁচরাপাড়া রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে থেকে বি আর সিং হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য, কলকাতারই একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় l কিন্তু সব আশা ছেড়ে প্রয়াত হন সকলের প্ৰিয় দেবুদা l সম্প্রতি ছিল তাঁর মেয়ের বিয়ে l কিন্তু, কাঁচরাপাড়ার সতীশ নন্দী রোডের যে বাড়ীটি ঘিরে ছিল মেয়ের বিয়ের আগাম আনন্দঘন মুহূর্ত সেই বাড়ীর প্রধানের অকাল প্রয়ানে গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের আবহ l
No comments