ব্রেকিং নিউজ

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহনন উচ্চমাধ্যমিক ছাত্রীর


সাতদিনের সমাচার :  প্রথমে ফেসবুকের মাধ্যমে আলাপ, ধীরে ধীরে সম্পর্ক গড়ায় প্রণয় পর্যন্ত, কিন্তু বছর দেড়েকের মধ্যেই সম্পর্কে চিড় অবশেষে  প্রত্যাখ্যাত হয়ে আত্মহননের পথ বেছে নিল এক উচ্চমাধ্যমিক ছাত্রী।  জগদ্দল থানার কাউগাছি-১ পঞ্চায়েতের ক্ষুদিরাম নগরের বাড়ি থেকে বুধবার সকালে প্রিয়াঙ্কা দাসে'র (১৯) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ । ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত ছাত্রীর ঘর থেকে তিন পাতার একটি  সুইসাইড নোট উদ্ধার করে, যেখানে তার প্রেমিক শুভজিত জানা'কে মৃত্যুর জন্য দায়ী করেছে প্রিয়াঙ্কা। শুভজিত জানা ওরফে শুভ এখন পুলিশি ঘেরাটোপে। জানা গেছে, নোয়াপাড়া ব্রহ্মময়ী স্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। বছর দেড়েক আগে ফেসবুকে তার সাথে আলাপ হয়ে নোয়াপাড়ার তালতলার বাসিন্দা শুভজিত জানা'র। সম্পর্ক গড়ায় ভালোবাসা পর্যন্ত। মৃতার দাদা এবং দিদির অভিযোগ, 'বোনকে  রেজিস্ট্রি বিবাহের আশ্বাস দেয়  শুভজিত। এ নিয়ে গত ১৬ মার্চ বোনকে ফোনে করে ডেকে  নৈহাটিতে ওর এক মাসির বাড়িতে নিয়ে যায় শুভ, সেখানেই কোনওভাবে বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরদিন শুভ এবং ওর মেসো এসে বোনকে বাড়িতে দিয়ে যায়। কিন্তু বাড়ি ফিরেই বোন অবসাদগ্রস্থ হয়ে পড়েছিল। তারপর হঠাৎ এই সিদ্ধান্ত, আমরা শুভর শাস্তি চাই l' প্রিয়াঙ্কার পরিবারের আরও অভিযোগ, 'কন্যাশ্রী প্রকল্পের প্রাপ্ত সমস্ত টাকাও শুভজিত হাতড়ে নিয়েছে।'  শুভর কঠিন শাস্তির দাবিও প্রিয়াঙ্কা তার সুইসাইড নোটে উল্লেখ করেছে বলে পুলিশ সূত্রে খবর । বাবা-মায়ের উদ্দেশ্যে প্রিয়াঙ্কার শেষ বার্তা,'দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় সকলকে ছেড়ে চলে যেতে হল। ক্ষমা করে দিও।' মৃতার পরিবারের তরফে ওইদিনই শুভজিৎ জানার  বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়। যার ভিত্তিতে পুলিশ শুভকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে l

No comments