করোনার দাপট খোলা বাজারেও : রেশন মজুত করতে পড়ছে হুড়োহুড়ি
সোনালী ব্যানার্জী : করোনা ভাইরাসের প্রতিক্রিয়া এবার খোলা বাজারে ! আজ দুপুর থেকে হঠাৎ হালিশহর এলাকায় চালের দোকানে উপচে পড়া ভিড় দেখে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ ক্রেতাদের মনে, সকলেই চাইছেন অন্তত একমাসের রেশন জমা করে রাখতে, শোনা যাচ্ছে, করোনা ভাইরাসের কারণে আগামী কয়েকদিন পর থেকেই নাকি খোলা বাজারে আর মিলবে না চাল সহ মুদি এবং অন্যান্য তৈজস সামগ্রী l
এমনকি চালের আমদানিও নাকি পুরোপুরি বন্ধ হয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য ! সুতরাং হুড়োহুড়ি পড়েছে দোকানগুলিতে, ঘটনায় হতবাক ব্যবসায়ীরাও, তবে হঠাৎ দ্বিগুন বিক্রির কারণে তারাও বেশ খুশি l
ইতিমধ্যে জেঠিয়া বাজারের দু' দুটি বড় চালের দোকানে স্টক শেষ, নতুন করে আমদানি না হওয়া পর্যন্ত চালের বাজারে আকাল l যদিও বাজার কমিটি থেকে শুরু স্থানীয় প্রশাসন সকলেই বলছেন,' মানুষের মধ্যে প্যানিক তৈরী হয়েছে, এমন কিছুই ঘটবে না, নিশ্চিন্ত থাকুন, স্থানীয় তৃণমূল নেতা তীর্থ মুখার্জী এবং ভুবন কর বলেন,' রাজ্য সরকার করোনা মোকাবিলায় প্রস্তুত আছে, কাজেই অযথা ভয় না পেয়ে সতর্ক থাকুন l'
No comments