
সাতদিনের সমাচার : শিবম ডান্স গ্রুপের প্রাণপুরুষ সৌমেন সাহা'র উদ্যোগে এবারও সোদপুরে আয়োজিত হল এক সাংস্কৃতিক উৎসব l বিশিষ্ট অতিথি ছাড়াও উৎসবে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সম্মানিত হন অনুষ্ঠান মঞ্চে l মূলত দোলযাত্রাকে কেন্দ্র করেই এই উৎসবের আয়োজন বলে জানালেন সৌমেনবাবু l
No comments