ব্রেকিং নিউজ

বীজপুর থানার উদ্যোগ : ফ্রেন্ডশিপ কাপ

সাতদিনের সমাচার: বারাকপুর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে  এবং বীজপুর থানার পরিচালনায়  ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল কাঁপা ধরমপুর খেলার মাঠে l 
অন্যান্য অফিসারদের উপস্থিতিতে টুর্নামেন্ট এর উদ্বোধন করেন বীজপুর থানার সাব ইন্সপেক্টর  গৌরব ব্যানার্জি। মোট আটটি দল   খেলায় অংশ নেয়। 
মূলত জনসংযোগ এবং পুলিশ জনতা  সুসম্পর্ক বজায় রাখতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে বারাকপুর পুলিশ কমিশনারেট l

No comments