আদি - নব্য দ্বন্দ্বের অবসান : নেত্রীর নির্দেশে স্বীকৃতি সম্মেলনে সম্বর্ধিত আদিরা
সাতদিনের সমাচার : আদি কর্মী সমর্থকেরা যে দলের সম্পদ, তা বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে মর্মে মর্মে উপলব্ধি করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস l আর তাই পুরভোটের মুখে অভিমানী এবং সরে যাওয়া আদি কর্মীদের ফের দলের মূল স্রোতে নিয়ে আসার ডাক দিয়েছেন দলনেত্রী, সেই উদ্যোগকে বাস্তবায়িত করতে উঠেপড়ে লেগেছে নৈহাটি তৃণমূল কংগ্রেস ।
বিধায়ক পার্থ ভৌমিকের সাফ বক্তব্য, আসন্ন ভোটে তাদেরকেই জনসমক্ষে রেখে প্রচার করতে হবে। তাই নৈহাটি পৌরসভার উদ্যোগে, নৈহাটি বিধানসভা অঞ্চলের পুরনো তৃণমূল কর্মীদের নিয়ে একটি স্বীকৃতি সম্মেলনের আয়োজন করা হল আজ , যেখানে মোট ৬৪ জন পুরাতন কর্মীকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় নেতৃত্ব।
বিধায়ক আরও বলেন, 'সক্রিয় কর্মী না হলেও ওনারা সকলেই একসময় দলে ছিলেন। আসন্ন পুরভোট ও বিধানসভা ভোটের আগে ফের তাদের দলে সক্রিয় করতে আজকের এই কর্মসূচী।' এতে অবশ্য খুশি সেইসব আদি কর্মীরাও।
এ নিয়ে এক সময়ের বর্ষীয়ান নেতা ডাক্তার তরুন অধিকারী বলেন, 'আজকের এই সম্মান পেয়ে আমরা কৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এটা সম্ভব হয়েছে।'
No comments