ব্রেকিং নিউজ

আগুন নৈহাটী স্টেশনে : চাঞ্চল্য

রঞ্জন ভট্টাচার্য : নৈহাটি স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় গভীর রাতে হঠাৎ লাগা আগুনে ভস্মীভূত হল হয় রেলের সম্পত্তি l দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন আয়ত্বে আনে, তবে গভীর রাতে ঘটনাটি ঘটায় হতাহতের খবর নেই l শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান l যদিও আগুন লাগার কারণ খুঁজে দেখছে রেল কর্তৃপক্ষ l গতকাল, রাতের এই অগ্নিকাণ্ডের জেরে গোটা স্টেশন অন্ধকারে ডুবে যায় l 
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মের ওয়াইফাই নেটওয়ার্ক বক্সে l সম্পূর্ণ ওয়াইফাই ব্যবস্থাটি অকেজো হয়ে পড়ে l আগুনে ভস্মীভূত হয়ে যায় বৈদ্যুতিক বিভিন্ন কেবল l এ নিয়ে যাত্রী সাধারণের অভিযোগ, যেভাবে নৈহাটী স্টেশনে দিনের পর দিন ওভেন জ্বালিয়ে ফাস্টফুড ইত্যাদি তৈরী হয়, তাতে যে কোন দিন বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে, অথচ রেল প্রশাসন নির্বিকার  l

No comments