ব্রেকিং নিউজ

করোনা মোকাবিলায় প্রস্তুত রাজ্য

সাতদিনের সমাচার : মারণ করোনা ভাইরাস যে ভাবে বিস্তার লাভ করছে তাতে আতঙ্কিত গোটা দুনিয়া l এই মারণ ভাইরাস থেকে বাঁচার প্রতিষেধক নিয়ে এখনো চলছে গবেষণা l সামান্য কিছু জীবনদায়ী ওষুধ মূলধন করে চলছে মারনের বিরুদ্ধে মানুষের বাঁচার লড়াই l একমাত্র পথ কেবল সাবধানতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও দু'দিন ধরে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করেছেন। যাতে মানব দেহে এর বিস্তার না ঘটে  তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে চলছে জোর আলোচনা, আজ সল্টলেকে অরণ্য ভবনে একটি জরুরি সভা হয় l সভায় বন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ও  উচ্চপদস্থ আধিকারিকদের সামনে ওই সভার সিদ্ধান্তগুলি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। সভা শেষে জানানো হয়, রাজ্যে করোনা ভাইরাস যদিও সেভাবে প্রভাব ফেলতে পারেনি, তবু আগাম সতর্কতা হিসাবে কি করণীয় তা  মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রস্তাব পেশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে,  ১) রাজ্যের  চিড়িয়াখানা বন্ধ রাখা, কেননা করোনা ভাইরাসের প্রকোপ যদি বেড়ে যায় তাহলে এই ভাইরাসে জীবজন্তু আক্রান্ত হতে পারে তাই, কলকাতা চিড়িয়াখানা সহ রাজ্যের ১২ টি চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২) বিভিন্ন ফরেস্ট এলাকায় যে ফরেস্ট ট্যুরিজমগুলো রয়েছে সেগুলিও  বন্ধ রাখা হবে। পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রিত হবে। ৩)  সুন্দরবনের বিভিন্ন পার্ক বন্ধ রাখা হবে। এছাড়াও বিভিন্ন ছোট ছোট ডিয়ার পার্কও বন্ধ রাখা হবে ৪) একশো জনের বেশি যেসব পার্কে জন সমাগম হয়, সেই সমস্ত পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য পার্কগুলিও বন্ধ রাখার কথা আজ মিটিংয়ে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে বলে খবর। 
অপর দিকে, রাজ্যের বিভিন্ন বিট অফিস ফরেস্ট এর অফিস সহ সমস্ত অফিসে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতা বিধির কার্যকরী করতে দেয়া হয়েছে জরুরি নির্দেশও ।

No comments