ব্রেকিং নিউজ

করোনা : আমজনতাকে সচেতন করতে পুরসভার মাধ্যমে রাজ্য সরকারের নির্দেশিকা

সোনালী ব্যানার্জী : করোনা ভাইরাস নিয়ে আমজনতাকে সচেতন করতে রাজ্য সরকারের জারি করা বিশেষ নির্দেশিকা পুর বাসিন্দাদের উদ্দেশ্যে পেশ  করলেন হালিশহর পুরসভার প্রধান অংশুমান রায় l গতকাল পুরসভায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "২৩ মার্চ থেকে আগামী ২৭ মার্চ যেহেতু লক ডাউন তাই বাড়ি থেকে খুব প্রয়োজন ছাড়া বের হওয়া উচিত হবে না, প্রকাশ্য স্থানে একসাথে ৭জন বা তার অধিক ব্যক্তি জমায়েত হওয়া, আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য হবে, 
যদিও চাল, মুদি দ্রব্য, দুধ,ওষুধ ইত্যাদি অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা রাখতে নির্দেশ দেয়া হয়েছে, গুজব বা আতঙ্ক না ছড়াতে অনুরোধ করা হচ্ছে, পাশাপাশি যারা ভিন রাজ্য কিংবা বিদেশ থেকে এসেছেন তাদেরকেও জানিয়ে দেয়া হচ্ছে  অন্তত ১৪ দিন তারা গৃহবন্দী থাকুন, এই লকডাউন পরিস্থিতিতে পুরসভাতেও অত্যাবশ্যকীয় কাজ ছাড়া অন্যান্য বিভাগের কাজকর্ম বন্ধ রাখা হচ্ছে, পুরকর্মীরা বাড়ি থেকে তাদের কাজ করবেন, তবে  জরুরি প্রয়োজনে যেমন জল বিভাগের জন্য ৮৯১০৩০৬২৫৯ এবং আলো বিভাগের জন্য ৭০০৩৯৮৪৪৪২ এই মোবাইল নম্বরগুলিতে নাগরিকদের সরাসরি যোগাযোগ করতে বলা হচ্ছে,পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে কালোবাজারির বিরুদ্ধে রুখে দাঁড়াতেও সরকারের তরফ থেকে কড়া বার্তা দেয়া হয়েছে, কোথাও কালোবাজারি চলছে বা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের নির্ধারিত মূল্যের বেশি দাম নেয়া হচ্ছে এমন শোনা গেলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে, প্রয়োজনে পুরপ্রধানের সঙ্গে এ বিষয়ে সরাসরি যোগাযোগ করা যেতে পারে, কোনও ব্যক্তি এই সময়ে যাতে কালোবাজারিকে প্রশ্রয় না দেন সে ব্যাপারেও প্রশাসন সদা  ততপর l" 
অন্যদিকে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, নৈহাটির  পুরপ্রধান পুরপ্রধান অশোক চ্যাটার্জী এদিনই নৈহাটী থানার পুলিস আধিকারিক, পুরসভার স্বাস্থ্য কর্মাধক্ষ্য, নৈহাটী রাজ্য সাধারণ হাসপাতালের করোনা ভাইরাস সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেছিলেন, বৈঠক শেষে বিধায়ক সাংবাদিকদের জানান,"আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে এই ভাইরাস যুদ্ধে সামিল হয়েছি, আমরা প্রত্যেকেই একেকজন সৈনিক, আমাদের যুদ্ধটা শুধু বাড়িতে বসে থাকা, খুব 
জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতে থেকে বেরোনো যাবে না, যদি যেতেই হয়, পুলিশ প্রশাসনের  অনুমতি সাপেক্ষে, প্রশাসনের দেয়া গাড়িতে করে যেতে পারবেন, বাজারে গেলে ব্যবসায়ী বা অন্যান্য ক্রেতাদের মধ্যে অন্তত ৩ফুট দূরত্ব বজায় রাখুন, বহিরাগতদের কাছে করজোড়ে নিবেদন, আতংকিত না হয়ে আপনারা আমজনতার স্বার্থে নৈহাটি রাজ্য হাসপাতালে নিজেদের একবার পরীক্ষা করিয়ে নিন, আমাদের সবার মোবাইল ২৪ঘন্টা খোলা, তাছাড়াও হেল্পলাইন নম্বর ২৫৮১-৭৩৭৫ এ যোগাযোগ করতে পারেন, বারাকপুর শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে এক হয়ে লড়াই করতে হবে করোনা ভাইরাসের বিরুদ্ধে বাড়িতে বসে প্রতিরোধ গড়ে তুলতে হবে l"

No comments