করোনা আতঙ্ক : সংবাদপত্র বন্টন আপাতত বন্ধ করলেন এজেন্টরা
রঞ্জন ভট্টাচার্য্য : করোনা ভাইরাসের ভয়াবহতা সচেতন মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলেছে, এর এক বিরলতম উদাহরণ পেশ করল বীজপুরের সংবাদপত্রের এজেন্ট ও বিক্রেতারা l নজীরবিহীন এই ঘটনার জেরে আপাতত বন্ধ কাঁচরাপাড়া তথা বীজপুর জুড়ে সংবাদপত্র পৌঁছানোর কাজ ! এই মুহূর্তে উত্তর ২৪পরগনার জেলার প্রান্তিক শহর কাঁচরাপাড়ায় আমদানি হয় ছোটোবড়ো মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার সংবাদপত্র l এখান থেকেই প্রতিদিন সকালে সাব এজেন্টগুলির মাধ্যমে সংবাদপত্র পৌঁছে যায় নৈহাটী, হালিশহর, হরিণঘাটা, কল্যাণী, মদনপুর ও শিমুরালী সহ প্রত্যন্ত অঞ্চলগুলিতে l কিন্তু আজ মঙ্গলবার থেকে কাঁচরাপাড়ার সংবাদপত্রের এজেন্ট ও বিক্রেতারা আমদানিকৃত সংবাদপত্র প্রত্যাখ্যান করেছেন শুধুমাত্র করোনা ভাইরাসের আতঙ্কে! কোনোপ্রকার খবরের কাগজ তারা একেবারেই গ্রহণ করতে নারাজ l আজও বৃহৎ একটি সংবাদপত্র গোষ্ঠীর কাগজ কাঁচরাপাড়ায় আসলেও কেউ গ্রহণ না করাতে তা পুনরায় ফেরৎ চলে যায় বলে খবর l এ শহরের মূলত চারজন বড় এজেন্ট ও দুজন ছোট এজেন্ট আছেন l তারা হলেন যথাক্রমে, নিতাইচন্দ্র দে, জয়িতা ব্যানার্জী, সত্য বিশ্বাস ও সুমন দে l তাঁরা সকলেই এককাট্টা যে আগামী 31মার্চ পর্যন্ত লকডাউন এর মতো তাদের এই সিদ্ধান্তও জারি থাকবে l পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা l
No comments