পুলিশের মানবিকতা : প্রশংসা বীজপুর জুড়ে
সাতদিনের সমাচার : আবারও মানবিক পুলিশ দেখল বীজপুরের মানুষ l লকডাউনের বাজারে মানুষ যখন দিশাহীনভাবে উদভ্রান্তের মত দোকান বাজারে হুমড়ি খেয়ে পড়ছে, ঠিক তখনই এক অসহায় বৃদ্ধ পথের ধারে দাঁড়িয়েছিলেন শূন্য দৃষ্টি নিয়ে, কেননা দাম দিয়ে মুদি দ্রব্য কেনার মতো সামর্থ তার ছিল না , বাড়িতে মানসিক ভারসাম্যহীন এক কন্যা নিয়ে বৃদ্ধের ছোট সংসার, জমানো সামান্য অর্থ দিয়ে দিন আনা দিন খাওয়া মানুষের পক্ষে করোনা আতঙ্ক নিতান্তই ক্ষুদ্র -- বীজপুর থানার পুলিশ অফিসার গৌরব ব্যানার্জি ডিউটিরত অবস্থায় বৃদ্ধ মন্টু মন্ডলের সব শুনে উদ্যোগী হয়ে নিজ অর্থ ব্যয় করে বৃদ্ধকে চাল ও মুদি দ্রব্য কিনে দেন, তুলে দেন অন্যান্য সামগ্রীও। এ শুধু মানবিকতা নয়, এটা এক অনন্য নজিরও বটে, কেননা পুলিশকে আমজনতা আজীবন ঘুষখোর, অমানবিক তকমা দিয়ে এসেছে, পুলিশও যে দয়ালু মনের মানুষ হতে পারে, গৌরববাবু তা আজ সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন l
No comments