ব্রেকিং নিউজ

২১দিন লকডাউন : মানুষকে সজাগ হতে আহ্বান প্রধানমন্ত্রীর

সোনালী ব্যানার্জী : আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্য ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন 'আজ মধ্য রাত থেকে টানা একুশ দিন সারা দেশ জুড়ে শুরু হবে 'লকডাউন' । অর্থাৎ ২৫ মার্চ মধ্য রাত থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে, যা জনতা কার্ফুর চেয়েও  কঠোর হিসেবে বিবেচিত হবে। কেননা করোনা চেন ভাঙতে কমপক্ষে একুশ দিন লকডাউন জরুরী, নইলে দেশ একুশ বছর পিছিয়ে যাবে' l প্রধানমন্ত্রী আরও বলেন,' করোনা ভাইরাস দুই থেকে তিন লক্ষ মানুষকে সংক্রমিত করতে মাত্র চার দিন সময় নেয়, সুতরাং আমাদের কঠোর অনুশাসন মেনে চলতেই হবে l' করোনা আতঙ্কের বিরুদ্ধে প্রতিরোধ নিয়ে দেশের বিভিন্ন রাজ‍্য সরকারের ভূয়সী প্রশংসার পাশাপাশি দেশের বহু গরীব মানুষের কষ্টের কথা স্বীকার করে নিয়ে তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে এগিয়ে আসতেও আহ্বান জানান প্রধানমন্ত্রী, সমাজের সর্বস্তরের মানুষকে আতঙ্কিত না হয়ে সজাগ  হবার পরামর্শও দেন তিনি । প্রসঙ্গত, দেশ জুড়ে লকডাউন থাকলেও জরুরী পরিষেবাগুলিকে এর বাইরে রাখা হয়েছে যথারীতি ।

No comments