ব্রেকিং নিউজ

হালিশহরে আত্মঘাতী যুবক


সাতদিনের সমাচার : হালিশহর পুরসভার তিন নম্বর ওয়ার্ড সরকারপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে  গোবিন্দ বিশ্বাস (৩৭) নামে এক ব্যক্তি। গোবিন্দর মা কবিতা বিশ্বাসএর অভিযোগ, 'দীর্ঘদিন ধরেই পুত্রবধূ সরস্বতীকে নিয়ে অশান্তি চলছিল পরিবারে। বৌমার সঙ্গে অন্য লোকের সম্পর্ক ছিল, এ নিয়ে ছেলের সঙ্গে  প্রায় অশান্তি হতো, শুধু তাই নয়,  ছেলের বউ ও তার মা দীর্ঘদিন ধরেই আমার ছেলেকে মানসিক ভাবে অত্যাচার ও মারধরের হুমকি দিত। গত কাল অশান্তি করে জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে যায়, সেখান থেকে ফোনে ছেলেকে হুমকি দিয়েছে, আজ ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে l'  ঘটনার পর মৃতের পরিবার বীজপুর থানায় অভিযোগ জানায়, বৌমা ও তার মায়ের কঠিন শাস্তির দাবি করছে কবিতা দেবী।

No comments