ব্রেকিং নিউজ

মাসিক বেতনের টাকা দিয়ে অসহায় পরিবারের হাতে পণ্যসামগ্রী তুলে দিলেন পুলিশ অফিসার

সাতদিনের সমাচার : দুর্নাম কাটিয়ে ভালো কাজের শিরোনামে ক্রমশ উঠে আসছে বীজপুর থানার পুলিশ! করোনা  ভাইরাসের আতঙ্কে যখন মানুষ দিশেহারা, লকডাউন এর বাজারে  নিত্য প্রয়োজনীয় দ্রব্য যখন আকাশ ছোঁয়া দামে বিকোচ্ছে  ঠিক তখন, অসহায় পরিবারগুলি দু'বেলা খাদ্যের সংস্থানে পাগলের মত ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক  কিভাবে চলবে আগামী দিনগুলো? এমনই এক পরিবারের হাতে কয়েকদিনের বাজার তুলে দিলেন বীজপুর থানার অফিসার মিঠুন পাল l 
ডিউটিরত অবস্থায় এক মহিলাকে  একটা ছোট্ট বাজারের থলি নিয়ে  একটু পণ্যসামগ্রী কিনতে চেয়ে সাহায্যের জন্য ছুটতে দেখে বিগলিত হয়ে পড়েন মিঠুনবাবু। অবশেষে কাঁচরাপাড়া কলেজ মোড় সংলগ্ন ওই পরিবারের হাতে তুলে দেন চালডাল তেল নুন সহ নানাবিধ পণ্য সামগ্রী। এই পণ্য সামগ্রী পেয়ে ওই পরিবার যেমন ভীষণ খুশি, তেমনি মানসিক সন্তুষ্টিতে আছেন অফিসার মিঠুন পাল l
 এই দুঃসময়ে মানুষের পাশে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছেন তিনি । অফিসার গৌরব ব্যানার্জির মতোই তিনিও মানবিকতার দৃষ্টান্ত রাখলেন l

No comments