লকডাউন এর বাজারে পথ কুকুরদের খাদ্য যোগাচ্ছে ভাটপাড়া থানা
সাতদিনের সমাচার : লক ডাউন পরিস্থিতিতে স্তব্ধ জীবন । পথঘাট জনমানব শূন্য l বন্ধ খাবারের দোকানগুলিও ।যেহেতু শহরাঞ্চলের পথ সারমেয়রা সাধারণত মানুষের দেয়া খাবার কিংবা উচ্ছিষ্ট খেয়েই বেঁচে থাকে, কিন্তু তা যখন পুরোপুরি বন্ধ, ক্ষুধার্ত কুকুরগুলির অবস্থা তথৈবচ।
এমতাবস্থায় ভাটপাড়া থানার পুলিশ অফিসাররা ভবঘুরে বা ক্ষুধার্ত মানুষদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যেমন বিতরন করছেন, পাশাপাশি রাস্তার কুকুরদের জন্য মাংস ভাত রান্না করে বিভিন্ন এলাকায় ঘুরে তাদের মুখে তুলে দিচ্ছেন। প্রসঙ্গত, ভোটের সময় এই ভাটপাড়া থানার কিছু এলাকা যখন প্রবল উত্তপ্ত সে সময় থানায় একটি ছোট্ট সারমেয় এসে ভাটপাড়া থানায় আশ্রয় নেয় । তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। ভাটপাড়া থানার প্রধান আধিকারিক রাজর্ষি দত্তের সেবা এবং উপযুক্ত চিকিৎসা পেয়ে সে এখন অনেকটাই বড় ।সেই থেকে আধকারিকের ঘরই তার আস্তানা।
সেই ভালবাসা থেকে এই সকল পথ সারমেয়দের পেট ভরানোর ব্যবস্থা করেছে ভাটপাড়া থানা। তবে রাজর্ষিবাবু বলেন, 'এটা কোনও কর্মসূচি নয়, এই সকল অবলা জীব যারা বলতে পারেনা, অথচ সমাজে ভারসাম্য রক্ষা করে চলছে প্রতিনিয়ত, এত ব্যস্ততার মধ্যেও যেটুকু পারা গেছে, ওদের জন্য চেষ্টা করা হয়েছে মাত্র।
No comments