ব্রেকিং নিউজ

করোনা নিয়ে মিথ্যা প্রচার : অভিযুক্ত যুবক গ্রেপ্তার কাকিনাড়াতে

সোনালী ব্যানার্জী :  করোনা আতঙ্কের জেরে দেশ জুড়ে লকডাউন এর কঠিন পরিস্থিতিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে করোনা সংক্রমণহীন একটি পরিবারকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়ার মতো গুরুতর অভিযোগে রানা দেবনাথ নামে এক যুবককে কাঁকিনাড়ার রথতলা থেকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ । জানা গেছে, মহিউদ্দিন নামে এক ব্যক্তি পরিবার নিয়ে রথতলায় ভাড়া থাকতেন, সম্প্রতি পরিবারের সেই এক সদস্য হুগলির ব্যান্ডেলে নিজের কর্মস্থান থেকে বাড়ি ফেরে লক ডাউনের  কারণে। কিন্তু সাধারণ শারীরিক অসুস্থতার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে গেলে সেখান থেকে জানানো হয় ২ দিনে যদি জ্বর, সর্দি না কমে তাহলে বেলেঘাটা আই ডিতে দেখাতে হবে । কিন্তু ট্রেন না চলার জন্য স্থানীয় একটি  এম্বুল্যান্সে যেতে গেলে জনৈক ব্যক্তি হঠাৎ মোবাইলে তাদের  ভিডিও তুলতে শুরু করে, বহুবার বলা সত্ত্বেও সে 'করোনা হয়েছে ইত্যাদি বলে চিৎকার শুরু করে, এবং যথারীতি সেই ভিডিও ফেসবুকে ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়। নিমেষে গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। বারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার কাছে খবর গেলে তিনি তড়িঘড়ি  ভাটপাড়া থানার অাধিকরিককে নির্দেশ দেন রানা দেবনাথ ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করতে। তথ্য অনুযায়ী ভাটপাড়া থানার পুলিশ রানা'কে তার বাড়ি থেকে তুলে এনে প্রথমে  জিজ্ঞাসাবাদ এবং পরে গ্রেপ্তার করে। আগামীকাল তাকে বারাকপুর মহকুমার বিশেষ আদালতে তোলা হবে। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও এখনও গোটা এলাকা আতঙ্কিত।

No comments