ব্রেকিং নিউজ

স্বপার্জিত অর্থে পথ কুকুরদের পেট ভরাচ্ছেন কমল

সোনালী ব্যানার্জী : মানবিক তো অনেকেই হচ্ছেন, কিন্তু নিজের পকেটের পয়সা খরচ করে শুধুমাত্র পথ কুকুরদের  নিজের হাতে রান্না করে ৩/৪ কিমি রাস্তা পায়ে হেঁটে তাদের ঘুরে ঘুরে খাইয়ে আসা - এটা কিন্তু  চাট্টিখানি ব্যাপার নয় ! পূর্ব রেল স্কাউট এর শিয়ালদা জেলার হালিশহর নিউ গ্রুপের সদস্য সিনিয়র কাব মাস্টার কমল মুখোপাধ্যায় কিন্তু এই কাজটাই করে যাচ্ছেন ভরা লকডাউন এর বাজরে ! 
দীপঙ্কর দে, অর্ণব রক্ষিত, কিরণ সরকার' দের  মতো তিন স্কাউট সদস্যকে সঙ্গে নিয়ে চলছে রেলকর্মী কমলবাবুর কর্মযজ্ঞ l প্রসঙ্গত, শুধু স্কাউট নয়, কমলবাবু এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় এর একজন সৈনিক হিসেবে সমাজসেবার পাশাপাশি পশুপ্রেমী হিসেবেও সুপরিচিত l তাই করোনা আতঙ্ককে দূরে সরিয়েই অসহায় পথের অবলা অভুক্ত সারমেয়গুলোকে ভরপেট খাওয়ানোর গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন, নিজের উপার্জিত অর্থেই, শুধু মহল্লা নয় ! হালিশহর স্টেশন থেকে শুরু করে সরকার বাজার প্রায় ৫কিমি পথ জুড়ে চলছে পাত পেড়ে সারমেয়দের  ভুরিভোজ l 
উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগেই কমলবাবুর দীর্ঘদিনের পোষা সারমেয়টি মারা গেছে, তারই স্মরণে মানবিক হৃদয় দিয়ে কমল ও তাঁর সঙ্গীরা তিন দিন ধরে লড়ে যাচ্ছেন রাতের অন্ধকারে l তৈরী বা কেনা খাবার নয়, কাঁচামাল কিনে তা রান্না করে নিজের হাতে তুলে দিচ্ছেন সারা দিনের অভুক্ত পথ কুকুরদের l কমল অবশ্য বলছেন, 'এটা আমি ভালোবেসেই  করি, কেননা সবাই ওদের জন্য ভাবে না, কাউকে তো এগিয়ে আসতেই হতো !'
এ ব্যাপারে হালিশহর স্কাউট গ্রুপের গ্রুপ লিডার প্রসেনজিৎ বিশ্বাস জানালেন, 'স্কাউট এর ৯টি নিয়ম  আছে, তার মধ্যে একটি হল 'A scout is friend to animals and loves nature' কমল এটাকে সত্যি করে দেখিয়েছে, আজ শুধু আমরা নয়, গোটা স্কাউট পরিবার ওর জন্য গর্বিত l'

No comments