ব্রেকিং নিউজ

দরিদ্র সাধারণের হাতে চাল-আলু মুদি দ্রব্য তুলে দিল কাঁচরাপাড়া ব্যবসায়ী সমিতির এক নম্বর ইউনিট

মহুয়া বিশ্বাস : আজ কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজার নিকটস্থ শিব মন্দির চত্বরে স্থানীয় দুঃস্থ মানুষদের হাতে চাল-ডাল-আলু'র মতো দৈনন্দিন খাদ্যদ্রব্য তুলে দিল কাঁচরাপাড়া ব্যবসায়ী সমিতি'র ১নম্বর ইউনিট  l হাজির ছিলেন  সমিতির সভাপতি শান্তি রঞ্জন দাস, সহ: সভাপতি অরুণ আগারওয়াল, রতন গুপ্ত সম্পাদক কানু মজুমদার, দুলাল পোদ্দার, সহ: সম্পাদক প্রসেনজিৎ হাজরা সহ তপন দাস, দিলীপ ঘোষ এবং অন্যান্য সদস্যরা l এদিন প্রায় দেড়শো জন সহায় সম্বলহীন মানুষ আজ ব্যবসায়ী সমিতিকে দু'হাত তুলে আশীর্বাদ করেছেন l প্রসঙ্গত, গতকাল ব্যবসায়ী সমিতির এই ১ নম্বর ইউনিটের পক্ষ থেকেই দরিদ্র সাধারণের হাতে ৫০০টি 'মাস্ক' তুলে দেয়া হয়েছে l এ ব্যাপারে সমিতির সহ: সম্পাদক  প্রসেনজিৎ হাজরা জানালেন, 'করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়ে লকডাউন চলছে, এমতাবস্থায় দিন আনা দিন খাওয়া মানুষেরা চরম বিপাকে, খাদ্যের সংস্থানে এই মুহূর্তে তারা চরম হয়রান, মূলত তাদের কথা চিন্তা করেই আমরা কাঁচরাপাড়া ব্যবসায়ী সমিতির এক নম্বর ইউনিটের সদস্যরা করোনা  মোকাবিলাতে যেমন সচেতন ভূমিকা নিয়েছি, তেমনি এই দরিদ্র মানুষগুলোর মুখে  দুবেলা-দুমুঠো খাবার তুলে দিতে আমরা ব্যবসায়ী সমিতি এক নম্বর ইউনিটের পক্ষ থেকে সবাই এগিয়ে এসেছি, অন্তত কিছুটা হলেও তো তাদের চাহিদা মিটবে l'

No comments