জরুরি বিধি মেনে স্টেশনের চালচুলোহীন মানুষদের নিয়ে জন্মদিন পালন কাঁচরাপাড়াতে
সাতদিনের সমাচার : করোনাভাইরাসের বিশ্বজোড়া আতঙ্ক সরিয়ে রেখে লকডাউন এর মধ্যেই জন্মদিনের আনন্দ দুঃস্থদের সাথে ভাগ করে নিল কাঁচরাপাড়ার এক পরিবারl
জানা গেছে, বীজপুর থানার জোড়া মন্দির এলাকার পোদ্দার পরিবার এই দুঃসময় পরিস্থিতিতে নিজের ছেলের জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন স্টেশনে বেড়ে ওঠা দুঃস্থ সহায়হীন বাচ্চাগুলোকে নিয়ে l
প্রশাসনিক বিধি মেনে কাঁচরাপাড়া স্টেশনের প্লাটফর্মে থাকা বাচ্চাদের নিয়ে মার্ক করে ১ মিটার দূরত্ব রেখে বজায় রেখে তাদের ভুরিভোজের ব্যবস্থা করেছেন সীমা পোদ্দার ও তার ছেলে মার্সেলো । এ নিয়ে সীমাদেবী বলেন, 'লকডাউন এর সময় অসহায় মানুষের পাশে থেকে তাদের একবেলা পেটপুরে খাওয়াতে পেরে আমরাও ভীষণ খুশি।'
No comments