রেশন দোকান থেকে খোলা বাজারে আটা পাচার ! : রুখে দিল সাধারণ মানুষ
সাতদিনের সমাচার : লকডাউনের বাজারে রেশন দোকান থেকে ভ্যান সমেত আটার বস্তা পাচার রুখে এলাকার মানুষ l ঘটনাটি ঘটেছে বীজপুর থানার বালিভাড়া এলাকায় । জানা গেছে ,সোমবার রাত ১০ টা নাগাদ বালিভাড়ার বড়পুকুরের কাছে এলাকার কিছু যুবক এক ভ্যান আটার বস্তা আটকে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 'এলাকার একটি রেশন দোকান থেকে রোজই আটা পাচার হচ্ছে, রেশন ডিলার ক্রেতাদের আটা নেই বলে ফিরিয়ে দিয়েছে বার বার, অথচ এই আটার বস্তা মালঞ্চ রোডের জনৈক সাউয়ের দোকানে পাচার করে দেয়া হচ্ছিল রাতের অন্ধকারে !' এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়লে ওই এলাকার তৃনমূল জনপ্রতিনিধি সহ বিজেপি নেতৃত্বও এসে হাজির হয়। খবর যায় পুলিশে, পুলিশ এসে আটার বস্তাগুলি থানায় নিয়ে যায় l ক্ষুব্ধ মানুষজন বলছেন, 'লকডাউনের বাজারে সরকার যেখানে বার বার বলছেন সকলকে চাল,আটার যোগান দিতে হবে, সেখানে এই রেশন দোকান মালিক নিখিল মুখার্জি আমজনতাকে ফাঁকি দিয়ে আটার বস্তা খোলা বাজারে পাচার করে কালোবাজারিতে মদত দিচ্ছেন !'' অবশ্য ওই রেশন ডিলারের সঙ্গে দূরাভাষ মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি ফোন বন্ধ করে দিয়েছেন l
No comments