ব্রেকিং নিউজ

হেল্পলাইনে একটি ফোন : লকডাউন না ওঠা পর্যন্ত খাদ্য যোগান সহ জরুরি পরিষেবাও বীজপুর তৃণমূল কংগ্রেস

সাতদিনের সমাচার :  বীজপুরের বুকে একটি পরিবারও যাতে অন্নহীন না থাকেন সে দিকে লক্ষ্য রেখে বীজপুর তৃণমূল কংগ্রেস  ওয়ার্ড ভিত্তিকভাবে খাদ্যের যোগান দেবে লকডাউন না ওঠা পর্যন্ত l ২০ এপ্রিল থেকে শুরু হবে প্রকল্পের কাজ, এ জন্য চালু করা হচ্ছে ৫টি হেল্পলাইন নম্বর l সকাল ১০۔৩০থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকা এই হেল্পলাইনে যোগাযোগ করে নাম লেখাতে হবে আগের দিন, পরদিন সেই পরিবার খাদ্যের যোগান পাবেন তার ওয়ার্ড এর কাউন্সিলর অথবা সক্রিয় তৃণমূল কর্মীর মাধ্যমে l সম্প্রতি হালিশহরের মঙ্গল দ্বীপ এ  এক 
সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূলের পর্যবেক্ষক সুবোধ অধিকারী এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য এ কথা জানিয়ে বলেন,' 'আমরা সর্বস্তরের তৃণমূল কর্মী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দোপাধ্যায় এর দেখানো পথে আমাদের সামর্থ অনুসারে জোগাড় করা ত্রাণ আমরা অন্নহীন মানুষদের হাতে তুলে দিতে চাই, যদি কোনও পরিবারের সেই ত্রাণ নিয়ে খাদ্য তৈরির সামর্থ না থাকে, আমাদের ভাবনা রয়েছে তাদের জন্য রান্না করা খাবার পর্যন্ত তুলে দেওয়ার, এ জন্য প্রকৃত দরিদ্র মানুষদের চিহ্নিত করতে সেই ওয়ার্ডের 
কাউন্সিলরদের দায়িত্ব দেয়া হয়েছে, শুধু খাদ্যের যোগান নয়, আপৎকালীন পরিষেবার জন্যও আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন, যে  পরিবারে বয়স্ক কিংবা শারীরিক ভাবে অসমর্থ মানুষ আছেন, তাদের জন্য ওষুধ থেকে শুরু করে যে কোনও জরুরি পরিষেবা দিতে বীজপুর তৃণমূল কংগ্রেসের যোদ্ধারা তৈরী আছে l' হেল্পলাইন নম্বরগুলি হল : 1) 8013586015, 2) 7003719893, 3) 9123836858, 4) 6291341585, 5) 9804643093

No comments