হালিশহরের অন্নহীন মানুষের পাশে এবার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী
সাতদিনের সমাচার : হালিশহরের অন্নহীন এবং পরিস্থিতির শিকার মানুষদের পাশে দাঁড়ালেন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী l অবশ্য তাঁর কথায়, 'আমি শুধু সেইসব বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহযোগিতা করছি মাত্র' l
তবে ইচ্ছে থাকলেও তিনি নিজে ত্রাণ তুলে দিতে হাজির থাকতে পারেন নি, সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে, কেননা তিনি আসলে ভিড় উপচে পড়তে পারে, তাই তিনি বাল্যবন্ধু আশিস নন্দীর হাত দিয়ে তার 'সহযোগিতা' পাঠিয়েছেন, মূলত আশিসবাবুই তার নবনগরের বাড়ি থেকে টোকেন মারফত ত্রাণ বিতরণ করছেন, যেখানে সরকারি নির্দেশ মেনে দূরত্ব বজায় রেখে আগের দিন নাম লেখানোর পর পরদিন সেই পরিবারের হাতে ত্রান তুলে দেওয়া হচ্ছে রাজ চক্রবর্তী'র পক্ষ থেকে l
এ ব্যাপারে আশিসবাবু সমাচার সাতদিন'কে বলেন, 'আমরা যেখানে একসাথে বড় হয়েছি, সেই নবনগর এলাকার রাজের সেইসব বাল্যবন্ধুরা একত্রিত হয়ে ত্রাণ বন্টন করছি, ইতিমধ্যেই একহাজার অন্নহীন পরিবার ত্রান পেয়েছেন, রোজ আমরা নাম লিখছি, যাতে পরিস্থিতির শিকার কোনও মানুষ না খেয়ে থাকেন, রাজ যথেষ্ট সংবেদনশীল, ওঁর লক্ষ্যও অনেকটাই বড়, আমরা ওর হয়ে সেইসব অন্নহীন মানুষের পাশে আছি l'
No comments