হালিশহরের 'হেল্পিং হ্যান্ড' : পৌঁছে গেছে আড়াই হাজার অন্নহীন মানুষের কাছে
মহুয়া বিশ্বাস : লকডাউনের পর থেকে দুঃস্থ এবং অন্নহীন মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে 'হেল্পিং হ্যান্ড' নামে হালিশহরের একটি সুপরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা।
সংস্থার প্রাণপুরুষ আইনজীবী শুভজিৎ পাল তাঁর ব্যক্তিগত আয়ে বিগত প্রায় ২০দিন ব্যাপী এলাকার দুঃস্থ এবং পরিস্থিতির শিকার মানুষদের হাতে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন।
এখনও পর্যন্ত প্রায় ২৫০০ মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পেরেছেন তারা। তবে সংস্থার পক্ষ শুভজিৎবাবু সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেছেন, 'কোনও ব্যক্তি যদি সামান্যতম সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে 'হেল্পিং হ্যান্ড'কে সহযোগিতা করেন,তবে তাদের পক্ষে এই কর্মকান্ড চালিয়ে যাওয়া যথেষ্ট সহজ হবে।'
No comments