ব্রেকিং নিউজ

হালিশহর আচার্য্যপাড়ার মৃতা করোনা পজিটিভ কিনা সে প্রশ্ন এড়িয়ে গোটা এলাকা সিল এবং স্যানিটাইজ করার সিদ্ধান্ত নিল প্রশাসন

সাতদিনের সমাচার : বীজপুর থানার পুলিশ প্রশাসন ও হালিশহর পুরসভার প্রধান এবং  স্বাস্থ্যকর্মীদের মধ্যে আয়োজিত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরপ্রধান অংশুমান রায় জানালেন, 'হালিশহরের ৩ নম্বর ওয়ার্ড সহ গোটা এলাকা সিল করা হচ্ছে,  পাশাপাশি চলবে বারংবার স্যানিটাইজ করার কাজও, নামবে র্র্যাপিড অ্যাকশন ফোর্স, তবে বিভ্রান্ত বা আতংকিত হবার কিছু নেই, সুরক্ষিত থাকুন, সচেতন থাকুন, অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোবেন না, আতঙ্ক ছড়াবেন না l'
 ইতিমধ্যেই আচার্য্যপাড়ার বাসিন্দা গীতা মন্ডলের মৃত্যুর পর সন্দেহের বশে তাঁর দেহ কল্যাণী জেএনএম থেকে বেলেঘাটা আইডি তে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য, আজ তার রিপোর্ট পাওয়ার কথা ছিল, সংবাদমাধ্যম থেকে স্থানীয় বাসিন্দা সকলেই কৌতুহলী ছিলেন বিষয়টি নিয়ে, তবে মুখে সরাসরি না বললেও বডি ল্যাঙ্গুয়েজে হালিশহর পুরসভার স্বাস্থ্য বিষয়ক পুর পার্ষদ জিয়াউল হক বলেছেন, 'মৃতা গীতা মন্ডল করোনা পজিটিভ  ছিলেন কি ছিলেন না সে প্রশ্নে না গিয়ে আমরা সাবধান থাকতে পারি, নিজেদের সুরক্ষিত রাখতে পারি'l আরও জানা গেছে,  ইতিমধ্যেই মৃতার স্বামী এবং দুই পুত্র ঘরবন্দি আছেন, সিল করে দেয়া হয়েছে গোটা এলাকা, রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থাও। প্রসঙ্গত, হালিশহর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের আচার্য্যপাড়ায় গীতা মন্ডল নামে ঐ মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার। মহিলা জ্বর নিয়ে ভুগছিলেন নীল পুজোর দিন থেকে l স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, সেদিন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই গীতাদেবী মারা যান, তাঁর দেহ কল্যাণী জেএনএম থেকে করোনা সন্দেহে  বেলেঘাটা আইডি'তে পাঠানো হয়  পরীক্ষা-নিরীক্ষার জন্য l পরবর্তীতে হালিশহরের পুরপ্রধান অংশুমান রায় গীতা মন্ডলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন , 'গৃহবধূ গীতাদেবীর পরিবারের করোনা পজিটিভ হবার আশঙ্কা কম, তবুও রিপোর্ট না আসা পর্যন্ত মৃতার পরিবার এবং হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের আলাদা করে রাখা হয়েছে, সকলের কাছে হাতজোড় করে অনুরোধ গুজব রটাবেন না, ভুল খবর ছড়াবেন না l' 
ঘটনার পর গোটা এলাকা সাময়িক সিল  করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে l যদিও আজ রিপোর্ট আসার পর নড়েচড়ে বসে বীজপুর পুলিশ প্রশাসন l দীর্ঘক্ষণ থানায় চলে রুদ্ধদ্বার বৈঠক, শেষে হালিশহরের পুরপ্রধান তাদের প্রশাসনিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন l

No comments