ব্রেকিং নিউজ

ক্রিকেট খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ : গুরুতর জখম তিন শিশু হালিশহরে

সাতদিনের সমাচার : হালিশহর পুরসভার ১৩নম্বর ওয়ার্ডের কবিরাজপাড়া জলট্যাঙ্কের মাঠে আজ ক্রিকেট খেলতে গিয়ে ঝোপে রাখা বোমা ফেটে গুরুতর আহত তিন শিশু,  তিনজন'কেই আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে l জানা গেছে, কৌশিক দাস (১১), সিন্টু কুন্ডু (১০), ভোম্বল দাস (১২)   তিনজন বাড়ির সামনে জলট্যাংক লাগোয়া মাঠে ক্রিকেট খেলতে যায় রোজকার মতোই, আজও খেলতে গিয়ে বল চলে যায় কাছেই ঝোপের মধ্যে, সেই বল ব্যাট দিয়ে বের করতে গিয়ে বেরিয়ে আসে বোমা, বোমাকে বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করলেই  তীব্র বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণের জেরে তিনজনই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে, স্থানীয়রা ছুটে এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়, খবর যায় বীজপুর থানায়, পুলিশ এসে তদন্ত শুরু করেছে, কে বা কারা ওখানে বোমা মজুত করছে তা খতিয়ে দেখছে পুলিশ, যদিও থানার আধিকারিক এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি l তিন পরিবারের লোকজন প্রবল উৎকণ্ঠায়, তীব্র উত্তেজনা স্থানীয় বাসিন্দাদের মধ্যেও l

No comments