ব্রেকিং নিউজ

কল্যাণী জেএনএম হাসপাতালে প্রথম করোনা পজিটিভ নৈহাটির বাসিন্দা : পাঠানো হল কার্নিভালে


সাতদিনের সমাচার : এই প্রথম কল্যাণী জেএনএম হাসপাতালের আইসোলেশনে থাকা এক মহিলা রোগীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর মিলেছে, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অরূপ মুখার্জি এই সংবাদ জানিয়ে সংবাদমাধ্যমকে বলেন, 'প্রথমে গান্ধীতে ভর্তি হলেও ২৩ এপ্রিল থেকে উনি জেএনএম এর আইসোলেশন এ ছিলেন, ওনার লালারসের নমুনা পরীক্ষার জন্য ওইদিনই পাঠানো হয়েছিল, রিপোর্ট পজিটিভ এসেছে, রোগীর স্বার্থে হাসপাতাল তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে করোনার জন্য বিশেষভাবে তৈরী  কার্নিভ্যাল নার্সিংহোমে পাঠানো হয়েছে।'
আরও জানা গেছে, ওই মহিলার বাড়ি নৈহাটী পুরসভার ১০নম্বর ওয়ার্ড এর গৌরীপুর  তেলেপাড়ায় l বুকে ব্যাথার উপসর্গ নিয়ে তাকে প্রথম গান্ধীতে নিয়ে যাওয়া হয়েছিল, পরে জেএন এম এ স্থানান্তরিত করা হয় l এদিকে নৈহাটি পুরসভার স্বাস্থ্য দপ্তরের পুরপর্ষদ সনৎ দে বলেন, 'ওই রোগীর বাড়ির আশপাশ সিল করে দেওয়া হচ্ছে, গোটা এলাকা স্যানিটাইজ করার কাজ কাল থেকেই শুরু হবে। স্থানীয় বৃহত্তর পাইকারি বাজার গৌরীপুরের দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রশাসনিক ভাবে সর্বস্তরের সতর্কতা মূলক ব্যবস্থা নেব আমরা, ভয় পাবেন না, আতংকিত হবেন না l'

No comments