বিজেপির রক্তদান শিবির ঘিরে ধুন্ধুমার বীজপুরে : সামাজিক দূরত্ব না মানার অভিযোগে আটক বিজেপি নেতারা
সাতদিনের সমাচার : কাঁচরাপাড়ার জোড়ামন্দির সংলগ্ন শ্যামাপ্রসাদ মুখার্জী ভবনে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল বিজেপির তপশিলি মোর্চা l মূলত করোনা আক্রান্তদের প্রয়োজনে সাহায্য করাটাই ছিল শিবিরের মূল উদ্দেশ্য l কিন্তু শিবির চলাকালীন সামাজিক দূরত্ব না মানার অভিযোগ তুলে স্থানীয় দুই নেতাকে তুলে নিয়ে যায় বীজপুর থানার প্রধান কৃষ্ণেন্দু ঘোষ l এমনকি শিবিরের প্রয়োজনীয় অনুমতিও বিজেপির নেই বলে জানায় পুলিশ l এরপর সাংসদ অর্জুন সিং, জেলা বিজেপি নেতা উমাশঙ্কর সিং,তাপস ঘোষ, বিনোদ শর্মা' প্রমুখ নেতাদের উপস্থিতিতে স্থানীয় বিজেপি নেতা পুলক দাস, সুশান্ত বালা, সমর দাস'রা বলেন,'আমাদের প্রয়োজনীয় অনুমতি ছিল, শিবির চলাকালীন আয়োজিত বিশাল কর্মযজ্ঞে আমরা সরকারি বিধিনিষেধের খামতি রাখিনি, সামাজিক দূরত্ব নির্দিষ্টই ছিল, যদি তাতেও অভিযোগ থাকে, তবে পুলিশ প্রশাসন তাদের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নিয়ে শিবির চালাতে সহযোগিতা করতেই পারতেন, কিন্তু তা না করে আমাদের নেতাদের থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটা আসলে বিজেপির বিরুদ্ধে গভীর চক্রান্ত !'
No comments