ব্রেকিং নিউজ

স্মরণে ইরফান আলি খান . . . বাপ্পাদিত্য বিশ্বাস ۔۔

তুমি তো কথা দিয়েছিলে আবার ফিরে আসবে ۔۔۔নতুন ছন্দ নিয়ে ۔۔۔۔কিন্তু কথা রাখলে কই ? তুমি কি জানতে তোমার সেই চির পরিচিত ভঙ্গি, সেই সব ভঙ্গির বর্ণনাময় উপস্থিতি নতুন প্রাণের সঞ্চার করত সেই সব মৃত্যুমুখী মানুষদের যারা রোজ একবার করে মারা যায় !
 ۔۔۔তুমিই না শিখিয়েছিলে নায়কসুলভ রূপ না নিয়েও কিভাবে লক্ষ-কোটি ভক্তদের হৃদয় জয় করা যায় ! বিগ বাজেটের অভিনেতাদের সঙ্গে কাজ করেও নিজেকে আলাদা করে চিনিয়ে দিতে পেরেছিলে সেই তুমিই ۔۔۔তুমি তো এভাবে চলে যেতে পারো না !!!! 
  ভেবেছিলাম ۔۔বিল্লু বার্বার, পান সিং তোমর, পিকু, হিন্দি মিডিয়াম, লাঞ্চবক্স, লাইফ ইন আ মেট্রো, মকবুলে'র মতো এমন অনেক অনেক অভিনব চরিত্রের মধ্যে দিয়ে নিজেকে ব্যক্ত করে আমাদের মানসিক তৃপ্তি দেবে ! ۔۔۔কিন্তু না, তুমি তো কথাই  রাখলে না ! যাও۔۔যেখানে শান্তি পাবে, সেখানেই থেকে যাও !!! ۔۔۔আমাদের এতকটু কষ্ট হবে না۔۔۔۔এতকটুও না  ۔۔

No comments