রাজনীতির ঊর্ধ্বে উঠে খাদ্যহীন মানুষের খাদ্যের যোগানে এগিয়ে এল 'সহ নাগরিক'
সাতদিনের সমাচার : লকডাউনের বাজারে নিম্নবিত্ত তথা অন্নহীন মানুষের জন্য খাদ্যসামগ্রীর যোগান দিতে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এল "সহ নাগরিক" নামের একটি অরাজনৈতিক সংগঠন l খাসবাটি বলাকা শিশুমহল ক্লাব প্রাঙ্গন থেকে তাদের যাত্রা শুরু হল আজ l সংস্থার পরামর্শদাতা তথা হালিশহর পুরসভার প্রধান অংশুমান রায় জানালেন, 'দুঃসময়ে মুখ্যমন্ত্রী সরাসরি সরকারিভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন, যাতে কেউ অভুক্ত না থাকে, আমরা তার মতাদর্শকে পাথেয় করে আমাদের এই অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে সমাজের প্রান্তিক তথা এই মুহূর্তে অন্ন সংস্থান না করতে পারা মানুষদের জন্য সামান্য খাদ্যসামগ্রী পৌঁছে দিতে চেষ্টা করছি l
৮৭৭৭০৭৭৯৩৩, ৯৬৮১৮৮১৫৭৫ ,৭০০৩৬৭৪৪৮১, ৭৬৮৬৮৮৭৫৩১ আমাদের এই নম্বরগুলিতে ফোন, হোয়াটস্যাপ বা এসএম এস করলেই রাজনীতিকে দূরে সরিয়ে রেখে দল মত নির্বিশেষে সহনাগরিকের মতোই আমরা পৌঁছে যাব তাদের দরজায় l' অংশুমানবাবু আরও বলেন, 'আমরা সাহায্য প্রার্থীও বটে, যে যতুটুকু পারবেন আমাদের আর্থিক সাহায্য করতে পারেন, কেননা শুরুটা কয়েকজন যুবক নিজের উদ্যোগে করলেও যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব, সুতরাং আমাদের আর্থিক সাহায্যও প্রয়োজন, সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার কাছে কাছেও আমাদের আবেদন, ঘরে খাবার নেই, হালিশহর পুরসভার অন্তর্গত এমন কোনও পরিবারের খোঁজ দিন, আমরা সাধ্যমতো তাদের মুখে খাবার তুলে দিতে চেষ্টা করব l' প্রসঙ্গত, সহ নাগরিকের এই প্রয়াস আপাতত হালিশহর পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলেও আগামীতে তা বৃহত্তর পরিসরে নিয়ে যাবার চেষ্টা রয়েছে সংস্থার সদস্যদের l
No comments